ভারত বর্তমান সরকারকে সমর্থন দিলে এ অঞ্চল অস্থিতিশীল হবে: ফখরুল

|

ভারত জনমতকে উপেক্ষা করে বর্তমান সরকারকে সমর্থন দিলে তা এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কোনো মৌলবাদী শক্তির ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। তবে ভারত যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিষয়ে যে কূটনৈতিক বার্তা দিয়েছে, তা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। বিএনপি আশা করে, ভারত বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে।

মির্জা ফখরুল বলেন, ভারত এমনও একটি গণতান্ত্রিক দেশ যারা সবসময়ই গণতন্ত্রের কথা সবসময় বলে। আমরা আশা করবো, বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে তারা মর্যাদা দেবে। এদেশে সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply