বিএনপির বিষয়ে দেশের মানুষকে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

|

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান যে সম্পূর্ণভাবে জড়িত তাতে কোনো সন্দেহ নেই। এমন মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই খুনিদের হাতে মানুষ যাতে আর নিগ্রীহিত হতে না পারে, দেশবাসীকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

সোমবার ভয়াল ২১ আগস্টের ১৯ বছর উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব বলেন প্রধানমন্ত্রী। জানান, বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করেছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রেও সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনা করে বিএনপি। ২১ আগস্টের স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত আর্জেস গ্রেনেড আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশের ওপর ফেলা হয়। সেদিন যে বেঁচে গিয়েছিলাম, সেটাই অবাক বিষয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে শেখ হাসিনা বলেন, সাহস থাকলে সে দেশে কেনো আসে না। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে রাজনীতি করে যাচ্ছে। জানান, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে ছাড়বে না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply