কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এখনও নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়ছে দেড়শ এলাকা। নতুন করে ৩৫ হাজার পরিবারকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
সতর্কতার আওতায় রয়েছে আরও ৩৬ হাজার পরিবার। এ অবস্থায় সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাজ্যজুড়ে সক্রিয় প্রায় ৪শ’ দাবানল, ছড়িয়েছে আবাসিক এলাকায়ও। এরই মধ্যে পুড়ে গেছে বহু বাড়িঘর ও স্থাপনা।
গত শুক্রবার (১৮ আগস্ট) ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি হয়। উত্তর-পশ্চিমাঞ্চলেও ২৩৬টি জায়গায় জ্বলছে দাবানল। ম্যাকডুগালে ১১ হাজার হেক্টরের বেশি এলাকায় ছড়িয়েছে আগুন।
/এমএন
Leave a reply