ব্যর্থ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ভিডিওবার্তা দিলেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোঝিন। জানা যায়, বর্তমানে আফ্রিকায় আছেন তিনি। খবর রয়টার্সের।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে, একটি মরুভূমি এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওয়াগনার প্রধানকে। গায়ে সেনাদের পোশাক ও হাতে রাইফেল। কাছাকাছি আরও কিছু অস্ত্রধারী ও একটি পিক আপও দেখা যায়। কেউ যদি ওয়াগনার বাহিনীতে যোগ দিতে চায়, তবে যোগাযোগের জন্য একটি টেলিফোন নম্বর দেয়া হয় ভিডিওতে।
গত জুনে রুশ সামরিক প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনার বাহিনী। বেলারুশের মধ্যস্থতায় হয় চুক্তি। যার জেরে গোষ্ঠীর অনেক সেনাকে পাঠানো হয় বেলারুশে। আরেকটি অংশ যায় আফ্রিকায়। মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসহ বিভিন্ন দেশে অর্থের বিনিময়ে অভিযান পরিচালনা করে ওয়াগনার।
এটিএম/
Leave a reply