থ্রেডসের ওয়েব সংস্করণ আনতে যাচ্ছে মেটা। চলতি সপ্তাহেই তা চালু করা হতে পারে বলে জানিয়েছে টেক ভিত্তিক বেশ কিছু গণমাধ্যম। এ মাসের শুরুতে মেটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও মার্ক জাকারবার্গ বলেন, উন্নত সার্চ ব্যবস্থাসহ থ্রেডসের ওয়েব আনতে কাজ করছে তার প্রতিষ্ঠান। খবর ভার্জের।
মাত্র দেড় মাস আগেই টুইটারসদৃশ থ্রেডস আনে ফেসবুকের নির্মাতা মেটা। এই সামান্য সময়েই প্লাটফর্মটিতে জয়েন করেছেন ১০০ মিলিয়নের বেশি ইউজার। যদিও এতে বেশ কিছু সুযোগ সুবিধা অনুপস্থিত হয়েছে। তবে ধীরে ধীরে তা আনতে কাজ করছে মেটা।
যদিও মেটার পক্ষ থেকে ওয়েব সংস্করণ আনার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু ইনস্টাগ্রামের হেড আদম মোসেরি জানিয়েছেন, খুব শিগগিরি ওয়েব ভার্সন লঞ্চ করা হবে।
এটিএম/
Leave a reply