সময় ও একাত্তর টিভির টকশো বর্জন বিএনপির: অ্যাটকোর উদ্বেগ ও প্রতিবাদ

|

সময় ও একাত্তর টেলিভিশনের টকশো বর্জনে বিএনপির ঘোষণাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। বিএনপির এই ঘোষণার প্রতিবাদ জানিয়েছে দেশের টেলিভিশন মালিকদের এই সংগঠন।

মঙ্গলবার (২২ আগস্ট) অ্যাটকো সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি ও একাত্তর টিভিকে বয়কটের ঘোষণা দেয়া হয়েছে। অ্যাটকো মনে করে, এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে আটকো সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর ও সময় এর টকশো অনুষ্ঠানে বিএনপি নেতাদের অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানায় দলটি। বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গত ৮ আগস্ট বিএনপির এ সিদ্ধান্তের কথা জানান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply