গ্রিসে দাবানলে পুড়ে যাওয়া উত্তরাঞ্চলের বন থেকে উদ্ধার হলো ১৮ জনের দেহাবশেষ। প্রাণহানি বাড়তে পারে বলে দেশটির ফায়ার ব্রিগেডের আশঙ্কা। খবর রয়টার্সের।
প্রাথমিক ধারণা অনুসারে, নিহতদের সবাই অভিবাসনপ্রার্থী। বিষয়টি খতিয়ে দেখতে দাদিয়া বনাঞ্চলে গেছেন তদন্তকারী একটি দল। গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলের জায়গাটি তুরস্ক সীমান্ত থেকে খুব দূরে নয়।
অভিবাসী সহায়তাকারী সংস্থা অ্যালার্ম ফোন জানিয়েছে, দাবানলে আটকা আড়াই শতাধিক আশ্রয়প্রার্থী। এভরোস নদীর দুটি অংশে তারা আটকা পড়েছেন।
গত তিন দিনে শুধু এ অঞ্চলটিতে পুড়েছে ৩ লাখ ৪০ হাজার একর বনভূমি। অনুভূত হচ্ছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা। সেখানকার একটি হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে সরানো হয়েছে দেড়শর মতো রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে।
/এমএন
Leave a reply