ফাইনালে উঠলো মেসির ইন্টার মায়ামি

|

মেসির জোড়া অ্যাসিস্টে ফাইনালে তার দল। ছবি: সংগৃহীত

ইউএস ওপেন কাপের ফাইনালে উঠেছে মেসির ইন্টার মায়ামি। মেসির জোড়া অ্যাসিস্ট করার ম্যাচে এফসি সিনসিনাটির সাথে সেমিফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময়েও ৩-৩ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের জয় তুলে ফাইনালে জায়গা করে নেয় মেসির দল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে ইউএস ওপেন কাপের সেমিফাইনালে টিকিউএল স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মায়ামি ও সিনসিনাটি। এফসি সিনসিনাটির আতিথ্য নেয় মেসির ইন্টার মায়ামি। ঘরের মাঠে স্বাগতিক সমর্থকদের উন্মাদনা কাজে লাগিয়ে প্রথমার্ধে এগিয়ে যায় সিনসিনাটি। ১৮ মিনিটে টাইট অ্যাঙ্গেল থেকে লুসিয়ানো অ্যাকোস্তার গোলে এগিয়ে যায় সিনসিনাটি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিক ক্লাবটি। মায়ামি ভক্তদের হতাশায় ডুবিয়ে ৫৩ মিনিটে দুর্দান্ত গোলে সিনসিনাটির ব্যবধান দ্বিগুন করেন ব্র্যান্ডন ভাজকুয়েজ। তবে এরপর দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় ‘টাটা’ মার্টিনোর দল। ৬৮ মিনিটে লিওনেস মেসির ফ্রিকিকে চমৎকার হেডে দলকে সমতায় ফেরান স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। প্রথমার্ধের ইনজুরি সময়ে কাম্পানা আবারও সিনসিনাটির জালে বড় জড়ান। বলের যোগান দাতা সেই এলএমটেন। ২-২ স্কোর লাইনে ম্যাচ শেষ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতে ম্যাচে প্রথমবার লিড নেয় মেসির দল। ৯৩ মিনিটে কাম্পানার অ্যাসিস্টে মায়ামির হয়ে গোল করেন জোসেফ মার্তিনেজ। মায়ামি ভক্তরা যখন জয়ের স্বপ্নে বিভোর, তখনই সিনসিনাটিকে ১১৪ মিনিটে অনবদ্য এক গোলে সমতায় ফেরান ইউইয়া কুবো। অতিরিক্ত সময়ে স্কোর লাইন ৩-৩ থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে ৫-৪ গোলে সিনসিনাটিকে হারিয়ে ইউএস ওপেন কাপের ফাইনালে জায়গা করে নেয় মেসির ইন্টার মায়ামি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply