মিজোরামে রেলসেতু ধস: নিহত অন্তত ২৬

|

ভারতে অবকাঠামো নির্মাণের জায়গায় দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা। ছবি: বিবিসি

ভারতে রেলসেতু ভেঙে পড়ার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ থাকায় প্রাণহানি আরও বাড়বে বলে শঙ্কা স্থানীয় প্রশাসনের। খবর বিবিসির।

ভারতের মিজোরামের সাইরাঙে বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীন আচমকা নির্মাণাধীন একটি রেল সেতু। সেসময় সেখানে কাজ করছিল ৪০ জন শ্রমিক। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে তিন জনকে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতরা সবাই পশ্চিম বঙ্গের নাগরিক। এক বিবৃতিতে ভুক্তভোগীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত পরিবারগুলোকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেবে সরকার। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি এখনও। শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত, রাজ্যটির রাজধানী আইজল থেকে ২০ কিলোমিটার দূরে কুরুং নদীর ওপর তৈরি করা হচ্ছিল রেলসেতুটি। ৫১ কিলোমিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হয়েছিল প্রায় দু’বছর আগে। চলতি বছর ডিসেম্বরে শেষ হওয়ার কথা নির্মাণকাজ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply