বিএনপিপন্থী আইনজীবীদের আদালত অবমাননার শুনানি ১৯ অক্টোবর

|

বিএনপিপন্থী আইনজীবীদের আদালত অবমাননার শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর ১৯ অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জানান, এই শুনানির দিন ধার্যের জন্য তারা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতি এই দিন ধার্য করেন।

আদালত অবমাননার শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় গতকাল বিএনপির ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।

এদিকে দুই বিচারপতির পদত্যাগ দাবিতে আজও দুপুর ১টায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply