তেল-গ্যাস অনুসন্ধানে আনুষ্ঠানিক প্রস্তাব দিল মার্কিন দুই কোম্পানি

|

ছবি: সংগৃহীত

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে এক্সন মোবিলসহ যুক্তরাষ্ট্রের দুইটি বহুজাতিক কোম্পানি।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, গভীর সমুদ্রে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতে যাচ্ছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি। খুব দ্রুতই এ নিয়ে চুক্তি সই হবে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বর্তমান সরকারের ওপর আস্থাশীল বলেই আরও নতুন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

নসরুল হামিদ আরও বলেন, আগামী ১৫ বছরে বিদ্যুৎ-জ্বালানি খাতে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। বর্তমানে এ খাতের ৮০ শতাংশের মতো ব্যবসা-বাণিজ্য যুক্তরাষ্ট্রের সাথে বলেও দাবি করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply