মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে ও একটি বহুতল বিশিষ্ট ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
সিলেটের ওসমানীনগর, হবিগঞ্জের নবীগঞ্জ ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরবাজারে হাজী আলতাফুর রহমানের মালিকানাধীন একটি মার্কেটের তুলার মিলে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আলাউদ্দিন মনির জানান, আগুন নিয়ন্ত্রণে সময়মতো না পৌঁছা=লে ক্ষয়ক্ষতির পরিমাণ আর বেড়ে যেতো। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
Leave a reply