দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। বলা হচ্ছে, পরমাণু হামলার অনুরূপ এই হামলায় কৃত্রিম পরমাণু সক্ষমতা যাচাই করেছে উত্তর কোরিয়া। মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক মহড়ার জবাবেই এমন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে প্রতিবেশী দেশে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে হুমকি দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। অবিলম্বে অঞ্চলটি থেকে মার্কিন বোমারু বিমান সরাতে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। মিসাইল আঘাত হানার খবর নিশ্চিত করেছে সিউলও।
এর আগে বুধবার কোরীয় সমুদ্রে উপকূলে ১১ দিনের যৌথ নৌ-মহড়ার ইতি টানে সিউল ও ওয়াশিংটন। এসময় আকাশসীমায় ওড়ানো হয় একটি বি-ওয়ান বি বোমারু বিমান। সেটিকে রণপ্রস্তুতি হিসেবে আখ্যা দিয়েছে কিম জং উন প্রশাসন। প্রতিরোধ গড়ে তুলতে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামার নির্দেশ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।
এসজেড/
Leave a reply