রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিল, ২ বোতল মদ ও একটি প্রাইভেটকার জব্দসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার ও মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গুনা গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুর নাহার (৪৮), ঢাকা আশুলিয়ার জামগরার রোকনের স্ত্রী সাথী (২৮) ও দেলোয়ারা (৪০) এবং প্রাইভেটকারের চালক শেরপুরের নকলার গিয়াস উদ্দিনের ছেলে আজিজ হেসেন (৩৫)।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খানাখানাপুর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিন নারী ও একজন পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের প্রাইভেটকারে থাকা ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল মদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলেও জানান তিনি।
এটিএম/
Leave a reply