তিন হাজার বছর আগের মানুষের দেহাবশেষের সন্ধান

|

তিন হাজার বছর আগের মানুষের দেহাবশেষ মিললো পেরুর উত্তরাঞ্চলে। ইনকা সভ্যতা পূর্ব যুগের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রমাণও মেলে। কাজামারকার টারলেন লা বোম্বায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া যায়। দীর্ঘদিন ধরে পেরু ও জাপানের প্রত্নতাত্ত্বিকরা কাজ করছেন সেখানে। খবর রয়টার্সের।

গবেষণা বলছে, অঞ্চলটিতে ওই এলাকার সবচেয়ে বড় বসতি ছিল। খোড়াখুড়িতে বেরিয়ে আসে ২৪ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত একটি এলাকার চিত্র। পাওয়া যায় হিস্পানিক-পূর্ব যুগের একটি প্রার্থনাকেন্দ্র ও কবরস্থান। ওয়ারি রাজত্বের সময়কাল খ্রিষ্টপূর্ব ৮শ’ থেকে ১ হাজার অব্দের ব্যবহৃত নানা ধরনের তৈজসপত্রের সন্ধানও মেলে। ওয়ারি ছাড়াও সেখানে সিকান, কাজামারকা ও চিমুদের ব্যবহৃত চিনামাটির পণ্যও পাওয়া যায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply