ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী

|

ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ঢাকায় কমলেও অন্যান্য জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকার বাইরের প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন মন্ত্রী।

সোমবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে চীনের সিনোভ্যাকের সহায়তায় ডেঙ্গু টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, গত বছরের তুলনায় ডেঙ্গু এবার বেড়েছে। তবে ঢাকার মশার প্রকোপ একটু কমলেও রোগীর সংখ্যা কমছে না।

রোগীদের চিকিৎসায় সংকট নেই উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মশা না কমলে ডেঙ্গু কমবে না, মৃত্যুও কমবে না। যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, তা কতটা কার্যকর তা দেখতে হবে। শুধু ঢাকায় না, অন্যান্য সিটির মেয়রদেরও গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply