নাটকীয় পাহাড়ধস দেখলো মার্কিন রাজ্য টেনেসি। যা মোবাইলের ক্যামেরায় বন্দি করেন উপস্থিত মানুষজন। খবর রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা কয়েকদিন ধরে রাজ্যটিতে বৃষ্টিপাত হচ্ছে। সে কারণেই এ পাহাড়ধস। গাটলিনবার্গের একটি গাড়ি পার্কিংয়ে জড়ো হয়েছিল একদল বন্ধু। প্রথমে ছোট পাথর গড়িয়ে পড়লেও পাহাড়ের একাংশ ধসে পড়বে, এমনটা ভাবেননি তারা। শেষ মুহূর্তে গাড়ি সরানোর সময়ও পাননি। তাই বিশালাকার পাথর এসে পড়ে গাড়িগুলোর ওপর। অবশ্য, কেউ হতাহত হননি। মোবাইলে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ভাইরাল হয়ে পড়ে।
/এমএন
Leave a reply