২০২৪ সালের ফেব্রুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা

|

ছবি: সংগৃহীত

আগামী বছরে কবে নাগাদ এসএসসি ও সমামান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর সম্ভাব্য সময় জানিয়েছে শিক্ষাবোর্ডগুলো। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আর একই বছরের জুনের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে।

এরমধ্যে এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী হবে। অন্যদিকে, ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা হবে। এ–সংক্রান্ত নোটিশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ পরিস্থিতিতে ২০২০ সালের মার্চে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। যা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। এ কারণে পরীক্ষার সময়সূচি ওলট-পালট হয়ে গেছে। কখনও পরীক্ষা দেরি করে হয়েছে। আবার কখনও পরীক্ষা ছাড়াই ভিন্ন মূল্যায়নে ফল প্রকাশ করা হয়েছে। আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ে ফিরছে। কিন্তু আগামী বছরেও স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা দেরিতে হবে এইচএসসি পরীক্ষা।

কোভিড-১৯ মহামারির আগে অর্থাৎ স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হতো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply