স্পেনের বন্যায় প্রাণ গেলো ৩ জনের

|

স্পেনের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। এখনও নিখোঁজ অন্তত ৩ বাসিন্দা। খবর আল জাজিরার।

বন্যা পরিস্থিতির অবনতির কারণে সোমবার (৪ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে সব দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। সাবওয়ে লাইন এবং হাইস্পিড ট্রেনের চলাচলও স্থগিত রাখা হয়েছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তলেদো এলাকা। রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরেই শহরটির অবস্থান। হেলিকপ্টারের মাধ্যমে অঞ্চলটিতে আটকা পড়াদের উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মূলত, গত রোববার থেকেই দেশটির রাজধানী ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা শুরু হয়েছে। তীব্র স্রোতের ভেসে গেছে যানবাহন, ভেঙে পড়েছে বেশকিছু ঘরবাড়িও। এখন পর্যন্ত ১২টির মতো ছোটবড় ব্রিজ ভাঙার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বড় কোনো দুর্ঘটনা এড়াতে বন্যা দুর্গত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্থগিত রাখা হয়েছে। গত দু’দিনে লিপিবদ্ধ করা হয়েছে ১২০০টির বেশি দুর্যোগ সংশ্লিষ্ট দুর্ঘটনা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply