ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ৬৫৭ জনের মৃত্যু হলো। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এই এগারো জনের প্রাণহানি ঘটে।
একই সময়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮২ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৩১ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জনে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দুজনের। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যায়।
জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় ২০৪ জন এবং আগস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরের ৫ দিনে প্রাণহানি ঘটে ৬৪ জনের।
/এএম
Leave a reply