সরকার পরিকল্পিতভাবে জনগণের অধিকার কেড়ে নেয়ার আইনগত বিধান চালু করেছে: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার পরিকল্পিতভাবে জনগণের অধিকার কেড়ে নেয়ার আইনগত বিধান চালু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য ডিআরইউতে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশের বিচারব্যবস্থা সম্পূর্ণ শেষ। এক ব্যাক্তি, এক দল ক্ষমতায় থাকতে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে।

মির্জা ফখরুল বলেন, জনগণের কথা না ভেবে এককভাবে ক্ষমতা ভোগ করতে চায় আওয়ামী লীগ। পরিকল্পিতভাবে অধিকার কেড়ে নিতে আইনি বিধান চালু করেছে। বিএনপি মহাসচিব আরও বলেন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণভাবেই রাজপথে সরকারের পদত্যাগের দাবি আদায় করবেন তারা। বলেন, আমাদের এক দফা দাবি যে, তুমি যাও..। এনাফ ইজ এনাফ। অতীতেও আমরা দেখেছি যে, ডিক্টেটররা কখনও পালাবার পথ খুঁজে পায় না।

অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায়, এর দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ফখরুল বলেন, ডাক্তাররা জানিয়েছেন যে, এখানে যতোটুকু চিকিৎসার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলোর এই পর্যন্ত লিমিট। এর পরবর্তী কিছু করতে হলে এডভান্স সেন্টারে যাওয়া দরকার। সেই অনুমতি পাওয়া যাচ্ছে না। সেই ব্যবস্থা করা হচ্ছে না। আজকে আবারও আহ্বান জানাতে চাই সরকারকে, অবিলম্বে তাঁর চিকিৎসার ব্যবস্থা করুন। নাহলে এটারও দায় সম্পূর্ণভাবে আপনাদের ওপর বর্তাবে।

এর আগে, গত ২৬ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির সভায় হামলায় আহত কর্মীকে দেখতে যান বিএনপি মহাসচিব। এসময় তিনি বলেন, ঘরে বাইরে সবখানে হামলা-মামলার শিকার হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply