মার্কিন পার্লামেন্টে দাঙ্গা-সহিংসতার অপরাধে কট্টরপন্থী সংগঠন প্রাউড বয়েজের প্রধান এনরিক তারিওকে ২২ বছরের কারাদণ্ড দিলেন আদালত। খবর রয়টার্সের।
গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শুনানিতে এই সাজার রায় দেয়া হয়। এর আগেই বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন তারিও। আর ভেঙে পড়েন কান্নায়। এ সময় এনরিক তারিও জানান, যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক স্থাপনায় হামলা চালানোর ঘটনায় তিনি লজ্জিত।
প্রসঙ্গত, নির্বাচনের ফল জোর করে পাল্টে দেয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন। ওই সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে ‘যুদ্ধের’ ডাক দিয়েছিল প্রাউড বয়েজ। পরে তারিওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। তাতে, বলা হয়, হামলার সময় ওয়াশিংটনে উপস্থিত ছিলেন ৩৯ বছরের তারিও। কিন্তু দাঙ্গা ছড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন।
উল্লেখ্য, মার্কিন পার্লামেন্ট ভবনে সহিংসতার দায়ে এখন পর্যন্ত ১১শ’ এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
/এমএন
Leave a reply