পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্রধানমন্ত্রী হওয়ার আগে সাবেক তারকা ক্রিকেটারদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তাদেরই একজন শোয়েব আখতার। ‘পিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই সাবেক পেসার টুইটারে লেখেছিলেন, ইমরান ভাই পাকিস্তানের দিন বদল এনে দেবেন। কিন্তু সেই দিন বদলের ফেরে আকর্ষণীয় চাকরিটা হারাবেন সেটা কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন শোয়েব?
ইমরান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর পাকিস্তান বোর্ডে (পিসিবি) পরিবর্তনের ঝড় উঠেছে। পিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ করেন ইমরানের সাথে বৈরি সম্পর্ক থাকা নাজাম শেঠি। এবার পিসিবির উপদেষ্টার পরিষদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেস বোলার শোয়েব আখতার। জানা গেছে, ৪ সদস্যের উপদেষ্টা পরিষদের খরচ বহন করতে চান না নতুন বোর্ড সভাপতি এহসান মানি। তাই আগেভাগেই শোয়েবের পদত্যাগ।
সম্প্রতি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, আমি এই দায়িত্ব আর পালন করতে পারব না। কারণ, পিসিবির শাসন ব্যবস্থায় পরিবর্তনের এমন সময় কাজ করা অনৈতিক।
পরিবর্তনের কেবল শুরু। শেষ পর্যন্ত আরও কত ইমরান ভক্ত কোপানলে পড়েন সেটিই এখন দেখার বিষয়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply