স্বাগতিকদের মাটিতে ম্যাচ, তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশ: নিক পোথাস

|

ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের মাটিতে বেশিরভাগ ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে, আর তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে সাকিবরা। পাকিস্তানের কাছে ৭ উইকেটে ম্যাচ হারার পর এমন মন্তব্য করলেন নিক পোথাস। তবে টাইগারদের সহকারী কোচ মানছেন, পাকিস্তানের পেস অ্যাটাকের বিপক্ষে হিমশিম খেয়েছে বাংলাদেশ। পোথাসের মতে, ব্যাটিংয়ে সঠিক কম্বিনেশন খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য।

সুপার ফোরের তিন ম্যাচের মধ্যে প্রথম দুটোই বাংলাদেশকে খেলতে হচ্ছে স্বাগতিক দলের বিপক্ষে। লাহোরে পাকিস্তান ম্যাচের পর কলম্বোতে শ্রীলঙ্কা। এছাড়া, এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের মধ্যে দুটোরই প্রতিপক্ষ ছিল স্বাগতিক। সহকারী কোচ নিক পোথাসের চোখে বাংলাদেশের জন্য সেটাই হচ্ছে কঠিন চ্যালেঞ্জ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিক পোথাস বলেন, আমরা তিন ম্যাচের মধ্যে দুটোই খেলেছি প্রতিপক্ষের মাটিতে। এটা সবসময় কঠিন। পাকিস্তানের পেস আর আফগানিস্তানের স্পিন আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আমাদের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই। সঠিক কম্বিনেশনটা খুঁজে বের করাই এখন আমাদের মূল লক্ষ্য। তবে আমাদের বোলিংটা দারুণ হচ্ছে।

তবে পাকিস্তানের এমন বোলিং আক্রমণ সামলানোটা বাংলাদেশের ব্যাটারদের জন্য যে কঠিন, তা মানছেন পোথাস। টাইগারদের ১০ উইকেটের মধ্যে ৯ উইকেটই তুলে নিয়েছেন হারিস-নাসিমরা। এ প্রসঙ্গে টাইগারদের সহকারী কোচ বলেন, আমার মনে হয় না, আমরা পাকিস্তানের বিপক্ষে অনেক বেশি ক্রিকেট খেলেছি। তারা বিশ্বের এক নম্বর দল হয়ে উঠেছে, তাই তাদের আত্নবিশ্বাসও তুঙ্গে। তারা অন্য সবার চেয়ে ভালো জানে, এই মাঠে কীভাবে খেলতে হয়। ওদের মতো ভালো মানের বোলিং আক্রমণের বিপক্ষে আমাদের উন্নতির দরকার আছে।

সামনে এখন কলম্বো পর্ব। যেখানে রয়েছে বৃষ্টির শঙ্কা। প্রেস মিটে আসা দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যান বলেন, প্রকৃতির ওপর আমাদের হাত নেই, তবে মানিয়ে নেয়াই পেশাদার ক্রিকেটারদের দায়িত্ব।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply