বিশ্বব্যাপী মুক্তির দিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা শোনা গিয়েছিল শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমাটি। কিন্তু বাংলাদেশে জাওয়ান মুক্তির ব্যাপারে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’। একই দিন অথবা পরের দিন বাংলাদেশেও ছবিটি মুক্তির কথা শোনা গিয়েছিল। যেহেতু বাংলাদেশে বৃহস্পতিবার সিনেমা মুক্তির নিয়ম নেই, তাই ভাবা হচ্ছিল– ‘জাওয়ান’ দেখা যাবে ৮ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে। কিন্তু এখন পর্যন্ত সেন্সর না পাওয়ায় বাংলাদেশে ‘জাওয়ান’ মুক্তি নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
তবে বৃহস্পতিবার দুপুর ১২টায় সেন্সর বোর্ডে ‘জাওয়ান’ প্রদর্শিত হওয়ার কথা জানান সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। সেন্সর হলে বাংলাদেশেও সারাবিশ্বের মতো একই দিনে ছবিটি প্রেক্ষাগৃহে দেখা যাবে বলে আশাবাদী তিনি। অনন্য মামুন বলেন, আমরা সব সিনেমাহলে প্রচারের জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি। আর ছবি যেহেতু সার্ভারে চলবে, সেহেতু আলাদা করে ছবি পাঠানোর দরকার পড়বে না। হল মালিকরা ছবিটি চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত।
তবে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ বলেন, এটি এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই কবে মুক্তি পাচ্ছে, বলা যাচ্ছে না। প্রক্রিয়া শেষ হওয়ার পর সেন্সর প্রদর্শনী করব। তবে সিনেমাটি বৃহস্পতিবারেই সেন্সর প্রদর্শনী করে একই দিনে মুক্তি দেওয়া সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সঙ্গে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। ছবিটি মুক্তি পেলে বাংলাদেশে অনন্য নজির সৃষ্টি হতো। তবে এখন পর্যন্ত সিনেমাটির সেন্সর প্রদর্শনী হয়নি।
‘জাওয়ান’এ কিং খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। অতিথি চরিত্রে রয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন। আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
উল্লেখ্য, গত মে মাসে সরকার সিদ্ধান্ত নেয়, বছরে ১০টি হিন্দি ছবি আমদানি করে বাংলাদেশে মুক্তি দেয়া যাবে। এই নীতিমালায় গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। এরপর ২৫ আগস্ট মুক্তি পায় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি।
/এএম
Leave a reply