সবাই সচেতন না হলে মন্ত্রণালয়ের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা কঠিন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বলেন, মৃত্যুর সংখ্যা দুঃখজনক। মশা নিধনে সর্ব্বোচ চেষ্টা করছে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো।
আগামী ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষ্যে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব মন্তব্য করেন। এ সময় তিনি জানান, ডেঙ্গু এ বছর মাত্রাতিরিক্তভাবে ছড়িয়েছে। এটা দুঃখজনক।
তিনি বলেন, জনগণ সচেতন হয়ে বাড়ির আশপাশ পরিষ্কার না রাখলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব না। তিনি দাবি করেন, মশা নিধনে ব্যবহৃত বিটিআই ঔষধে কোনো সমস্যা নেই। বিশেষজ্ঞরা এর গুণগত মান যাচাই করেছেন।
এলজিআরডি মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে অনেক আগেই নির্দেশনা দেয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর প্রথম স্থানীয় সরকার দিবসে গণভবনে সিটি, পৌর, জেলা-উপজেলা, ইউনিয়ন পরিষদে ৭ হাজার জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
এটিএম/
Leave a reply