সংসদে ওষুধ ও কসমেটিকস বিল ২০২৩ পাস

|

ওষুধ ও কসমেটিকস বিল ২০২৩ এর অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। ঔষধ ও কসমেটেকসের উৎপাদন, আমদানি, রফতানি, বিক্রয়, মজুত, সংরক্ষণ, প্রদর্শন, বিতরণ ও মান নিয়ন্ত্রণের উদ্দেশে এই বিলটি আনা হয়। এরপর কিছু সংশোধন এনে সর্বসম্মতিক্রমে এর অনুমোদন দেয় সংসদ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। শুরুতেই চারটি সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এ দিন সংসদে পাশ হয় বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল ২০২৩।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওষুধ ও কসমেটিকস্ বিল ২০২৩ পাশের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেন। বিলের বিরোধিতা করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। কিছু সংশোধনীও আনার আবেদন করেন তারা। জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, মানুষের স্বার্থেই আইনটি প্রণয়ন করা হচ্ছে। কিছু সংসশোধনী এনে বিলটির অনুমোদন দেয় সংসদ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply