রাতের শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফেরার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক অবরুদ্ধ করে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালিয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে স্থানীয় পুলিশ ফাঁড়িতেও।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভাঙচুর চালানো হয়।
এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটির ছাদে চড়ে ভ্রমণ করছিলেন চবির কিছু শিক্ষার্থী। রাত ৯টার দিকে শাটলটি চৌধুরীহাট এলাকায় গেলে অন্ধকারে হেলে পড়া ডালটি দেখতে পাননি ছাদে ওঠা শিক্ষার্থীরা। এ সময় গাছের ডালে ধাক্কা লেগে আহত হন প্রায় ১৫ জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
এটিএম/
Leave a reply