আফগান সীমান্তে সংঘাতে চার পাকিস্তানি সেনাসহ নিহত ১৬

|

ছবি: ইকোনমিক টাইমস।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান-পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংঘাতে চার পাকিস্তানি সেনাসহ নিহত হয়েছে ১৬ জন। বুধবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায় সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার দুটি তল্লাশি চৌকিতে হামলা করে জঙ্গিরা। সেনারাও পাল্টা হামলা চালালে দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এসময় নিহত হয় ১২ জঙ্গি ও ৪ পাকিস্তানি সেনা। আহত হয় অনেক।

চিত্রালের একজন সরকারি কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালেও সীমান্তের ওপারে তিনটি মর্টার থেকে গোলা ছোঁড়া হয়েছে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। এমন অবস্থায় পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, সীমান্তের অস্থির পরিস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে উদ্বেগ-উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় জঙ্গিদের সন্ধানে চলছে চিরুনি অভিযান। বন্ধ করে দেয়া হয়েছে দু’দেশের সীমান্ত ক্রসিং। ফলে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও ভ্যান।

/এআই /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply