কৌশলগত পারমাণবিক হামলা চালাতে সক্ষম এমন সাবমেরিন জনসম্মুখে আনলো উত্তর কোরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।
বুধবার (৬ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে খুব ধুমধাম করে চালু করা হয়েছিল ‘হিরো কিম কুন ওকে’ নামের সাবমেরিনটি। যার সাংকেতিক পরিচয় নম্বর- এইট ফোর ওয়ান। কিম জং উনের দাবি, এটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। কিম আরও বলেন, খুব শিগগিরই ডুবোযানটি কোরীয় ও জাপান সাগরের তলদেশে মোতায়েন করা হবে।
অবশ্য, সাবমেরিনটি ঠিক কতোটি মিসাইল বহন করতে পারবে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিরক্ষা বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছিলেন, ২০১৬ সাল থেকে নিজস্ব সাবমেরিন তৈরির কাজ করছে উত্তর কোরিয়া।
/এআই
Leave a reply