শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত

|

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মোদির সঙ্গে তার সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা। এতে দ্বিপাক্ষিক অমীমাংসিত নানা বিষয়ে আলোচনা হয়।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বাসভবনের দরজার সামনে এসে দাঁড়ান মোদি। শেখ হাসিনা গাড়িতে করে সেখানে পৌঁছালে নামার পর তাকে সঙ্গে করে লাল গালিচায় হেঁটে বাসভবনের ভেতরে যান মোদি। এই সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। আলোচনার সময়ও তাদের প্রাণোচ্ছল দেখা যায়।

বিশ্বের ২০ শীর্ষ অর্থনীতির দেশের জোট জি-২০ এর সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান সরকার প্রধান। আগামীকাল দিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে তাতে পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জি-২০ বৈঠকের পাশাপাশি সাইড লাইনে সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনাসহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ নেতাদের সম্মেলনে বাংলাদেশসহ নয়টি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে জোটটির চেয়ারম্যান ভারত।

১০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে নয়াদিল্লি থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply