বিশ্ব সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে জি-২০ নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, সংকট মোকাবেলায় কার্যকর সুপারিশ তৈরির জন্য জোটের প্রচেষ্টাকে সমর্থন করতে বাংলাদেশ প্রস্তুত।
শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, বৈশ্বিক উন্নয়নের জন্য ধনী দেশগুলির উচিত যথাসাধ্য চেষ্টা করা। এমন একটি বৈশ্বিক ব্যবস্থা দরকার, যা দারিদ্র্য বিমোচনের সমাধান করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জ্ঞানভিত্তিক সমাজের জন্য প্রযুক্তিগত কর্মকাণ্ডে অর্থায়ন করবে।
সরকার প্রধান আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা না থাকলেও এর পরিণতির শিকার হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।
এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা। বলেন, এ আমন্ত্রণ বন্ধুত্বপূর্ণ দুই দেশের সম্পর্কের গভীরতা ও উষ্ণতাকে প্রতিফলিত করে।
পরে শেখ হাসিনা বলেন, সব মানুষেরই মর্যাদাপূর্ণ জীবনযাপনের সমানাধিকার থাকা উচিত। বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তিনি।
/এমএন
Leave a reply