নিরাপত্তার অজুহাত দেখিয়ে লোকোমাস্টার ট্রেন চালাতে রাজি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে রোববার (১০ সেপ্টেম্বর) চরম ভোগান্তিতে পরেছেন বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চবিতে যাতায়াতে আটটি বাসের ব্যবস্থা করেছে। এরমধ্যে নগরীর বটতলী থেকে তিনটি বাস এবং ষোল শহর স্টেশন থেকে পাঁচটি বাস ছাড়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের দুর্ঘটনার জের ধরে লোকোমাস্টার, গার্ডকে মারধর করে সাধারণ শিক্ষার্থীরা। তাই নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রেন চলাচল বন্ধ রেখেছে তারা। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছে লোকোমাস্টাররা।
বিষয়টি সমাধানে রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় সাতজন করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
/এমএন
Leave a reply