ফিলিস্তিনি কিশোরের মৃত্যু, প্রতিবাদ মিছিলে শত মানুষ

|

নিহত কিশোরের মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিলে ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

ইসরায়েল সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে নিহত ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে দখলকৃত পশ্চিম তীরে। রোববার (১০ সেপ্টেম্বর) হেবরনে নিহত কিশোরের মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেয় শত মানুষ। খবর রয়টার্সের।

শনিবার (৯ সেপ্টেম্বর) পশ্চিম তীরের হেবরনে অভিযান চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এবারের টার্গেট ছিল দক্ষিণ-পশ্চিম তীরের আররুব শরণার্থী শিবির। তেলআবিবের দাবি, ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়েছিল ফিলিস্তিনিরা। জবাবে গুলি ও টিয়ার গ্যাস ছোঁড়ে সেনারা। প্রাণ যায় ফিলিস্তিনি কিশোরের।

স্থানীয় গণমাধ্যম বলছে, দক্ষিণ-পশ্চিম তীরের আররুব শরণার্থী শিবিরে হামলা চালিয়ে হত্যা করা হয় ঐ কিশোরকে। আগ্রাসনে নিহত কিশোরের মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেয় শত শত ফিলিস্তিনি।

জাতিসংঘের তথ্য অনুসারে, এ বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। যাদের বেশিরভাগ নারী ও শিশু।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply