লিবিয়ায় প্রাকৃতিক দুর্যোগ: মরদেহ উদ্ধার ১১ হাজার ৩শ’ ছাড়াল

|

লিবিয়ায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও বন্যায় মরদেহ উদ্ধারের সংখ্যা ১১ হাজার ৩শ’ ছাড়িয়েছে। কর্তৃপক্ষের শঙ্কা, ২০ হাজার ছাড়াতে পারে এ সংখ্যা। খবর রয়টার্সের।

এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ। এর মধ্যে দেরনার পরিস্থিতি সবচেয়ে নাজুক। কর্তৃপক্ষ জানায়, পুরোপুরি বিধ্বস্ত শহরটি পানির নিচে তলিয়ে গেছে। ফলে সেখানকার নিহতদের দাফন করার বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দেরনায় নিহতদের অপর একটি শহরে সমাহিত করা হয়। একই দিনে প্রায় ২ হাজার মরদেহ দাফন করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এখনও শহরটির বিভিন্ন স্থানে ভেসে উঠছে মরদেহ।

এদিকে, দেশটির স্মরণকালের ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ে এরইমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতালি, স্পেন, জার্মানি, মিসর, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই দেশটিতে সহায়তা পাঠাতে শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ মার্কিন ডলারের সহায়তা তহবিল গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply