নাইজারে ফরাসি সামরিক ঘাঁটির সামনে জুমার নামাজ আদায় বিক্ষোভকারীদের

|

নাইজারে ফরাসি সামরিক ঘাঁটির সামনেই জুমার নামাজ আদায় করলেন বিক্ষোভকারীরা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিয়ামের জামাতে যোগ দেয় হাজারো মুসল্লি। খবর রয়টার্সের।

নিরাপত্তা বাহিনীর ব্যারিকেডের সামনেই অবস্থান নেয় তারা। গেল কয়েক সপ্তাহ ধরেই ফরাসি সেনাদের দেশ থেকে বিতাড়নের দাবি জানিয়ে আসছে নাইজারের জান্তা সমর্থক বাসিন্দারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘাঁটির প্রবেশপথ অবরোধ করে রাখার হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা।

শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দাবি করেন, জুলাইয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা, দেশটির ফরাসি দূতাবাসে জিম্মি করে রেখেছে রাষ্ট্রদূতকে। গত মাসে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দেন জান্তা প্রধান। তবে প্যারিসের দাবি, এখনও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম এর প্রতি আনুগত্যশীল তারা। বর্তমানে কারাগারে বন্দি বাজুম।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply