আন্দ্রিভকার দখল নিয়ে কিয়েভ-মস্কোর পাল্টাপাল্টি দাবি

|

বাখমুতের একটি গ্রাম পুনরুদ্ধারে কিয়েভের দাবি অস্বীকার করেছে মস্কো। জানায়, আন্দ্রিভকা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণেই আছে। খবর রয়টার্সের।

শনিবার (১৬ সেপ্টেম্বর) গ্রামটি পুনরুদ্ধারের কথা জানায় ইউক্রেন। বলা হয়, রুশ সেনারা ফ্রন্টলাইনের গুরুত্বপূর্ণ এলাকাটি ছেড়ে চলে গেছে। ভিডিও-ও পোস্ট করেন দেশটির স্থলবাহিনীর কমান্ডার। সেখানে অঞ্চলটির বিধ্বস্ত দশা তুলে ধরা হয়। যার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। আরেক ভিডিওতে দেখা যায়, দ্রুত গতিতে পার হচ্ছে দেশটির একটি ট্রাক।

দোনেৎস্কের বাখমুত থেকে ১৪ কিলোমিটার দূরে আন্দ্রিভকার অবস্থান। বাখমুতের গুরুত্বপূর্ণ অন্তত দুইটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি রাশিয়ার। আন্দ্রিভকা ছাড়াও আরটিমোভস্ক শহরও দখলে রয়েছে বলে জানায় মস্কো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply