ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে শুরুটা দারুণ করেও শেষ পর্যন্ত ৩-১ গোলে বিধ্বস্ত হলো ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নাম্বারে অবস্থান করছে দলটি।
শুরুটা দারুণ করে এরিক টেন হাগের ইউনাইটেড। প্রথম থেকেই ব্রাইটনের রক্ষণভাগে চাপ বাড়ায় তারা। কিন্তু উল্টো ম্যাচের ২০ মিনিটে ড্যানি ওয়ালবেকের গোলে এগিয়ে যায় ব্রাইটন। ম্যাচের ৪০ মিনিটে হালুন্দ গোল শোধ করলেও ভিএআরে বাতিল হয় গোলটি। ফলে ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় ব্রাইটন।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রক্ষণের ভুলে ফের গোল হজম করে ইউনাইটেড। প্যাসকাল গ্রোসের গোলে ২-০ তে এগিয়ে যায় দলটি। ৭১ মিনিটে আরও একটি গোল হজম করে রেড ডেভিলসরা। ব্রাইটনের হয়ে গোল করেন ব্রাজিলের জোয়াও পেদ্রো। তৃতীয় গোল খাওয়ার দুই মিনিট পর ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন মেজব্রির।
/এমএন
Leave a reply