সঙ্গীতা আমাকে ও সালমানকে ফ্ল্যাটে হাতে-নাতে ধরে ফেলেছিল: সোমি আলি

|

৯০ দশকের অন্যতম জনপ্রিয় প্রেমিক যুগল ছিলেন সালমান ও সঙ্গীতা বিজলানি। তাদের বিয়েও নাকি পাকাপাকি হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র কিছুদিন আগে বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। কিন্তু কেন সঙ্গীতা এমন কাজ করেছিলেন তা ফাঁস করলেন সালমানের আরেক সাবেক প্রেমিকা সোমি আলি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর আগেও সালমানের সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন নায়কের এই সাবেক প্রেমিকা। তবে এবার এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলেন সোমি।

সম্প্রতি সোমি এক সাক্ষাৎকারে বলেন, সালমান-সঙ্গীতার বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু সঙ্গীতা আমাকে আর সালমানকে আমার ফ্ল্যাটে হাতে-নাতে ধরে ফেলেছিল। সালমান সঙ্গীতার সাথে চিট করেছে। একই বলে কর্ম। আমার সাথেও পরে একই ঘটনা ঘটেছে।

সোমি আরও বলেন, সালমান ভালোবাসার আড়ালে আমাকে শারীরিক নির্যাতন করতো। যখন আমি এ বিষয়ে প্রতিবাদ করি, তখন সে বলে, এটাই তার ভালোবাসা প্রকাশের মাধ্যম।

সালমানের হাত ধরেই মূলত বলিউডে পরিচিতি পেয়েছিলেন সোমি। কিন্তু অন্য তারকাদের মতো তাদের সম্পর্কেও জটিলতা ছিল। অবশেষে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর সোমি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply