সিরাজের তাণ্ডব, ৬ ওভারেই ৬ উইকেট নেই লঙ্কানদের!

|

বৃষ্টির কারণে বিলম্বে শুরু হওয়া এশিয়া কাপের ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লঙ্কানরা। ম্যাচের তৃতীয় বলেই প্রথম উইকেট হারানো লঙ্কানদের একাই ধসিয়ে দিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ৩ ওভারে ৫ রানে শিকার করেছেন ৫ উইকেট! আর তাতেই ৬ ওভারে ৬ উইকেট হারিয়েছে লঙ্কানরা।

রোববার নির্ধারিত সময়েই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এরপরই নামে বৃষ্টি। ফলে ৪০ মিনিট বিলম্বে সাড়ে তিনটার ম্যাচটি বিকেল ৪টা ১০ মিনিটে শুরু হয়।

শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। বুমরাহর করা ইনিংসের তৃতীয় বলেই ব্যক্তিগত শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার কুশাল পেরেরা। এরপর দলের হাল ধরতে পারেননি পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভার ও দাসুন সানাকাদের কেউই। ৬ ওভার শেষ না হতেই প্যাভিলিয়নে ফিরে গেছেন এই পাঁচ ব্যাটসম্যান।

৮ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। সিরাজের বল নিশাঙ্কা তুলে দিলে বাতাসে ভেসে ক্যাচ নেন জাদেজা। সাদিরা সামারাবিক্রমাকেও উইকেটে টিকতে দেননি সিরাজ। এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে তাকে সাজঘরে ফিরিয়েছেন সিরাজ। চারিথ আসালাঙ্কাও আউট হয়েছেন প্রথম বলেই। একই ওভারে ফিরে যান ধনাঞ্জয়া ডি সিলভাও। সবশেষ, দাসুন শানাকার স্ট্যাম্প ভেঙে লঙ্কানদের একপ্রকার ম্যাচ থেকে ছিটকে ফেলেছেন সিরাজ।

মোহাম্মদ সিরাজ একাই নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে সিরাজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই লঙ্কান তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন তিনি। বাকি ১ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply