তুরস্কে টেসলার কারখানা তৈরির আহ্বান এরদোগানের

|

তুরস্কে টেসলার কারখানা তৈরিতে প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন এরদোগান। সাইডলাইনে ম্যানহাটানের সুউচ্চ ভবন টার্কিশ হাউসে সাক্ষাৎ হয় মাস্কের সাথে। টেসলা প্রধানের সাথে ছিল তার শিশু সন্তান।

মাস্ক জানান, অনেক তুর্কি ব্যবসায়ীই কাজ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সাথে। পরবর্তী কারখানা তৈরির স্থান হিসেবে তুরস্কের সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দেন। বর্তমানে ৬টি কারখানা রয়েছে টেসলার। সপ্তমটি নির্মাণে বেছে নেয়া হয়েছে মেক্সিকোকে। এছাড়া গত আগস্টে ভারতেও একটি কারখানা তৈরিতে আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply