প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।
দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা ইস্যু ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বিনিময় নিয়ে কথা বলেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আসছে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, আসছে জাতীয় নির্বাচনে যে কোন নির্বাচনী পর্যবেক্ষককে স্বাগত জানাবে আওয়ামী লীগ।
পরবর্তী জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনের বিষয়টি যুক্তরাষ্ট্র জোরালোভাবে উত্থাপন করবে বলে প্রধানমন্ত্রীকে জানান মার্শা বার্নিকাট।
Leave a reply