রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনের মাইক্রোবাস থামিয়ে তাকে লক্ষ্য করে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন যুবককে একটি মাইক্রোবাস থামায়। এরপর টার্গেট করে গুলি চালানো হয়। লক্ষ্যভ্রষ্ট হলে কোপানো হয়।
এছাড়া, এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। এদের মধ্যে ভুবন চন্দ্র শীল (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হন। তার মাথার পেছনে গুলি লেগেছে। আহত হওয়া অন্যজন হলেন আরিফুল হক ইমন (৩০)।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ জানান, জেলখানায় থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের লোকজন এই হামলা চালাতে পারে। কারণ, মামুনের দাবি, আদালত প্রাঙ্গণে ইমন মামুনকে হত্যার হুমকি দিয়েছিল।
আর মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। ২০ বছরের বেশি সময় জেলে ছিলেন তিনি। কয়েকদিন আগে তিনি ছাড়া পান।
ভিডিও প্রতিবেদনটি দেখতে ক্লিক করুন
/এমএন
Leave a reply