ডেঙ্গুর চিকিৎসায় কেনা হবে ২০ লাখ পিস আইভি ফ্লুইড স্যালাইন

|

ডেঙ্গুর চিকিৎসায় সারাদেশের সরকারি হাসপাতালের জন্য ২০ লাখ পিস আইভি ফ্লুইড স্যালাইন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১২ লাখ সাধারণ স্যালাইন, বাকি ৮ লাখ গ্লুকোজ স্যালাইন। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব সরবরাহ করবে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য অধিদফতর যুক্তি দেয়, চলমান ডেঙ্গু পরিস্থিতিতে এসব স্যালাইন দ্রুত আনা জরুরি। তাই আলাদা টেন্ডার করে প্রকিউরমেন্টের সুযোগ নেই।

এর পরপরই ক্রয় সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে, বড়পুকুরিয়া কয়লাখনির জন্য ২শ’ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন হয়। এর আওতায় পরিশোধ করতে হবে ৭ হাজার ১৬৮ কোটি টাকা। পাশাপাশি, টিসিবির আওতায় নতুন করে ভোজ্যতেল ও মসুর ডাল আমদানির সিদ্ধান্ত হয়েছে সভায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply