ভারতের সাথে রুপিতে লেনদেন করতে পারায় ডলারের ওপর নির্ভরতা কমবে। তাই সংকটের এ সময়ে ভারতে পণ্য রফতানি বাড়াতে ব্যবসায়ীদের মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রুপিতে আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রুপিতে লেনদেনে বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। একই সাথে এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার ওপরও চাপ কমবে।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারতের বাণিজ্যের ক্ষেত্রে বড় অংশীদার। রুপিতে লেনদেন বাণিজ্যের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছে। এখন বাংলাদেশের ব্যবসায়ীরা যত রফতানি করতে পারবে ততই এ দেশে রুপির মজুত বৃদ্ধি পাবে। যা বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে সহায়তা করবে।
/এমএন
Leave a reply