টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, টাইগার একাদশে দুই পরিবর্তন

|

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন এসেছে। গত ম্যাচে চোট পাওয়া তানজিম সাকিবের বদলে একাদশে ঢুকেছেন হাসান মাহমুদ। একাদশে জায়গা হয়নি উইকেটরক্ষক নুরুল হাসান সোহানেরও। আজকের ম্যাচে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের।

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় কিউদের বিপক্ষে এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। বিশ্রামের কারণে দলে নেই সাত-আট জন নিয়মিত খেলোয়াড়। এর আগে, সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টিতে পন্ড হয়ে যায়।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply