ফিরে দেখা বিশ্বকাপ: অঘটনের ১৯৮৩

|

ক্রিকেট ইতিহাসে অঘটনের বিশ্বকাপ হিসেবে খ্যাত ১৯৮৩ এর বিশ্বকাপ। সেবার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটনের শুরু করে জিম্বাবুয়ে। আর ফাইনালে আগের দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় কপিল দেবের ভারত।

পাশাপাশি ওই বিশ্বকাপেই শুরু হয় ফিল্ডিংয়ে ৩০ গজ বৃত্তের প্রচলন। ডাবল লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলার প্রচলন শুরু হয় ৮৩ এর বিশ্বকাপেই। অর্থের ঝনঝনানি আর ক্রিকেট মাঠের আধিক্য বিবেচনায় তৃতীয়বারও বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ক্রিকেটের আঁতুরঘর ইংল্যান্ডে।

বিশ্বকাপের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়ে তখনকার ক্রিকেটের রাজা ছিল ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান দল আর তখনকার দলের মধ্যে ছিল আকাশ-পাতাল পার্থক্য। নিশ্চিত চ্যাম্পিয়ন হিসেবে ধরে নেয়া ক্যারিবিয়রা ফাইনালে হেরে দুর্ঘটনার ইতি টানে ওই বিশ্বকাপে।

ওই আসরে খোদ ভারতের অনেক সদস্যই ভাবেননি, তারা ইতিহাসের অংশ হতে চলেছেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে কপিল দেবের ভারত।

১৯৮৩ বিশ্বকাপে ম্যাচ বাড়লেও বাড়েনি দল। আগের দুই আসরের মতো এই বিশ্বকাপেও অংশ নেয় ৮টি দল। তবে ম্যাচ বেড়ে যাওয়ার কারণে বৃদ্ধি পায় ভেন্যুর সংখ্যাও। এতে ২৭টি ম্যাচ আয়োজিত হয় ইংল্যান্ডের ১৫টি ভেন্যুতে।

এই আসরেও ছিল না টুর্নামেন্ট সেরার কোনো পুরস্কার। ইংল্যান্ডের ডেভিড গাওয়ার ৭ ম্যাচে ৩৮৪ রান করে সর্বোচ্চ রানের খেতাব নিজের করে নেন বিশ্বকাপের তৃতীয় আসরে।

ভারতের রজার বিনি ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন। মূলত বিনির ঝলকেই ভারতের শিরোপা জেতার পথটা সহজ হয়ে যায়।

ভারতের ইতিহাস গড়ার আসরে ভালো সম্ভাবনা ছিল পাকিস্তানেরও। কিন্তু সেমিফাইনালে উইন্ডিজের কাছে হেরে ফাইনাল খেলার আশা হারায় তারা। আরেক সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবে ফাইনালে জায়গা করে নেয় টুর্নামেন্টের ডার্ক হর্স ভারত। সেই যে চমক দেখানো শুরু, এরপর ফাইনালে রীতিমতো অবিশ্বাস্য ম্যাচ উপহার দেয় ভারত দল।

যদিও ফাইনালে ভারতের শুরুটা ভালো হয়নি। মাত্র ১৮৩ রান করতেই ক্যারিবীয় বোলারদের সামনে গুটিয়ে যায় কপিল দেবের দল।

জবাবে ব্যাট করতে নেমে ভিভ রিচার্ডসের নেতৃত্বে ভালো শুরু পায় উইন্ডিজ। দ্বিতীয় উইকেটের জুটিতেই ৫০ রান টপকে যায় ক্যারিবীয়রা। ঠিক এই সময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মদন লাল ও মহিন্দর অমরনাথ। তাদের ঘূর্ণিতে একে একে পরাস্ত হতে থাকেন ক্যারিবীয় ব্যাটাররা। মদন-অমরনাথের তোপে শেষ পর্যন্ত ১৪০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর গোটা লর্ডস যেন ভেঙে পড়ে ভারতীয় দর্শকদের উল্লাস।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply