আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান

|

আন্তঃনগর ট্রেনে যাতায়াতকারী গ্রামীণ জনগোষ্ঠীর কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনের সুবিধার্থে যুক্ত হয়েছে ল্যাগেজ ভ্যান (পণ্যবাহী বগি)। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে লাগেজ ভ্যান সংযোজন উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

১৬টি ট্রেন দিয়ে লাগেজ ভ্যানের যাত্রা শুরু হলো। এই প্রকল্পের জন্য ১২৫টি লাগেজ ভ্যান কেনা হয়েছে। যা পর্যায়ক্রমে সব ট্রেনে লাগানো হবে, একই সঙ্গে ২৮টি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান কেনা হয়েছে। যা দিয়ে মানুষের কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন করা যাবে।

ছেড়ে যাওয়া ট্রেনটির নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে ৪ হাজার ৬০০ কেজি মালামাল বুকিং নেয়া হয়েছে। এই পথে কেজিপ্রতি পরিবহন খরচ ২ টাকা ২২ পয়সা ধরা হয়েছে।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য ও অন্যান্য মালামাল কম খরচে পরিবহন করতেই রেলের এই উদ্যোগ। শুধু কৃষি পণ্যই না, কৃষকের উৎপাদিত মাছ-মাংস ও দুধ পরিবহন করা যাবে রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে।

রেলওয়ে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোন কোন স্টেশন থেকে ব্যবহার করা যাবে এই লাগেজ ভ্যান। যা নিচে তুলে ধরা হলো:

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply