তেলের বাজারে স্থিতিশীলতা আনতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে শনিবার (২৩ সেপ্টেম্বর) এ বার্তা দিয়েছে সৌদি আরব। খবর রয়টার্সের।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল ফুরহান আল সৌদ জানান, জোটভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পারিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে জোর দিচ্ছে তারা। একই সাথে তেলের বাজারে স্থিতিশীলতা আনতেও জোর প্রচেষ্টা চালাচ্ছে ওপেক। জোটের এসব কার্যকরী পদক্ষেপের ফলে তেলের বাজারে অনেকখানি স্থিতিশীলতা এসেছে।
এছাড়া, কার্বন নিঃসরণ রোধে রিয়াদের বিনিয়োগ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারসহ নানাবিধ পদক্ষেপ তুলে ধরেন তিনি।
ফয়সাল বিন ফারহান আল ফুরহান আল সৌদ বলেন, বিশ্বে অপরিশোধিত তেলের বাজারে স্থিতিশীলতা আনতে ওপেকভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিচ্ছি। এ লক্ষ্যে ওপেক প্লাস বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। কয়লা ও গ্যাসের বাজারের তুলনায় ২০২২ সালে তেলের বাজারের স্থিতিশীলতা তা স্পষ্ট করে।
/এমএন
Leave a reply