সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন রাবি শিক্ষার্থী জেনি

|

রাজশাহী ব্যুরো:

১৬-তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ সেপ্টম্বর) এ ফল প্রকাশ করে কমিশন। মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, আমাদের ছাত্রী জেনি প্রথম হয়েছে। আগের তিনবছরও আমাদের শিক্ষার্থী মেধাতালিকায় প্রথম হয়েছিলো। এ বছর এখন পর্যন্ত আমাদের বিভাগ থেকে ১৪ জন মেধাতালিকায় স্থান পেয়েছে বলে নিশ্চিত হয়েছি। সংখ্যাটা আরো বাড়তে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ.এম. রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার জুডিশিয়ারির ফল প্রকাশিত হয় যেখানে ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply